Ratan Tata-Oxford | রতন টাটার নামে ভবন তৈরী করবে অক্সফোর্ড, প্রয়াত শিল্পপতিকে শ্রদ্ধা জ্ঞাপনে তৈরী হবে গবেষণা কেন্দ্র
Wednesday, October 23 2024, 5:31 am

প্রয়াত রতন টাটাকে শ্রদ্ধা জানাতে একটি ঐতিহাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে টাটা গ্রুপ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সোমারভিল কলেজ।
কেবল ভারতই নয় রতন টাটাকে সম্মান ও শ্রদ্ধা করে গোটা বিশ্ব। এবার প্রয়াত রতন টাটাকে শ্রদ্ধা জানাতে একটি ঐতিহাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে টাটা গ্রুপ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সোমারভিল কলেজ। যৌথ বিবৃতিতে বলা হয়, এই ভবনটির নাম হবে রতন টাটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের নির্মাণ শুরু হবে ২০২৫ সালের শুরুর দিকে। রতন টাটার নামে নির্মিত ভবনটিতে থাকবে নতুন সেমিনার হল, পড়াশোনার জায়গা, অভ্যর্থনা কক্ষ এবং শিক্ষাবিদদের পরিদর্শনের জন্য থাকার ব্যবস্থা।