New Virus । কোভিড আতঙ্ক ফের ফিরে আসলো? চিনে ছড়াচ্ছে নতুন ভাইরাস HMPV
Monday, January 6 2025, 11:51 am

চীনের হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়। HMPV সংক্রমণ ছড়াতেই চিনে ফিরল কোভিড১৯ স্মৃতি!
আবার মহামারি আতঙ্ক চিনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনের একাধিক হসপিটালের ভিডিও ভাইরাল হয়েছে। মাস্ক পরে কাতারে কাতারে লোক জড়ো হচ্ছে হাসপাতালে। দাবি করা হচ্ছে, এরা সবাই হিউম্যান মেটাপনিউমোনিয়া বা এইচএমপিভিতে আক্রান্ত রোগী। মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি সংক্রমণের উপসর্গ অনেকটা ফ্লুয়ের মতো। এটিও হাঁচি কাশির মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগের সংক্রমণ ঘটতে পারে। মূলত ১৬ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে সংক্রমণ দ্রুত বেড়েছে চিনে।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- করোনা ভাইরাস
- ভাইরাস
- ভাইরাস অ্যাপ
- মহামারি
- সোশ্যাল মিডিয়া
- করোনা রোগী
- এইচএমপিভি