Bangladesh Durga Puja | বাংলাদেশে দুর্গাপুজোর বিরোধীতা, দুর্গাপুজোয় সরকারি ছুটি দেওয়া নিয়েও আপত্তি
Friday, September 27 2024, 8:42 am
Key Highlights
ব়্যাডিকাল ইসলামি গ্রুপ ইনসাফ কেমকারি ছাত্র জনতা নামে এক সংগঠন এবার দুর্গাপুজো বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে।
বাংলাদেশে সাম্প্রদায়িক অশান্তি মাথাচাড়়া দিয়ে উঠেছে। সূত্রের খবর, ব়্যাডিকাল ইসলামি গ্রুপ ইনসাফ কেমকারি ছাত্র জনতা নামে এক সংগঠন এবার দুর্গাপুজো বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে। জানা গিয়েছে, ঢাকার সেক্টর ১৩র দুর্গাপুজো উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের খোলা মাঠ ব্যবহারের বিরোধিতা করে। সেই মিছিলে বাংলায় প্ল্যাকার্ডে লেখা ছিল, "রাস্তা বন্ধ করে কোথাও পুজো নয়, প্রতিমা বিসর্জনের মাধ্যমে জল দূষণ নয়, প্রতিমা পুজো নয়।'' তাদের দাবি,হিন্দুদের জনসংখ্যা দুই শতাংশেরও কম, তাই দুর্গাপুজোয় সরকারি ছুটি দেওয়া উচিত নয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো