Bangladesh | ‘বাঙালি জাতীয়তাবাদে’র বিরোধিতা, সংবিধানে ফেরানো হোক আল্লাহর কথা, দাবি ইউনূস সরকারের উপদেষ্টার
শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল, সেটার বিরোধিতা করে হাইকোর্টে যে রিট পিটিশন দাখিল করা হয়েছে, সেই মামলার শুনানিতে এমনই দাবি করলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান।
বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলিম। ফলে সংবিধানে ‘ধর্মনিরপেক্ষতা’ রাখার কোনও দরকার নেই। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল, সেটার বিরোধিতা করে হাইকোর্টে যে রিট পিটিশন দাখিল করা হয়েছে, সেই মামলার শুনানিতে এমনই দাবি করলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। অতীতে আল্লাহের উপরে অবিচল আস্থার কথা বলা ছিল। এখনও সেই বিষয়টা ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সংবিধানে যে ‘বাঙালি জাতীয়তাবাদে’র কথা বলা আছে, সেটারও বিরোধিতা করেছে বাংলাদেশ সরকার।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- শেখ হাসিনা
- মহাম্মদ ইউনূস