Operation Sindhu | ইজরায়েলে যুদ্ধের মাঝেই রুদ্ধশ্বাস মিশন ভারতের! দেশে ফিরলেন ১৬১ জন ভারতীয়!
Tuesday, June 24 2025, 7:44 am
Key Highlightsঅপারেশন সিন্ধুর মাধ্যমে ইজরায়েল থেকে মঙ্গলবার দেশের মাটিতে পা রাখলেন ১৬১ জন ভারতীয়।
ইরান ইজরায়েলে যুদ্ধের আবহে সেখানে থাকা ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য অপারেশন সিন্ধু চালু করেছে ভারত সরকার। সেই অপারেশনের মাধ্যমেই ইজরায়েল থেকে মঙ্গলবার দেশের মাটিতে পা রাখলেন ১৬১ জন ভারতীয়। ইজরায়েল থেকে উদ্ধারের প্রক্রিয়ায় এই ভারতীয়রাই প্রথম পর্বে ফিরলেন দেশে। ইজরায়েল থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জর্ডানে। এরপর বায়ুসেনার বিশেষ বিমানে তাঁদের জর্ডন থেকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, ইজরায়েলে ভারতীয় দূতাবাসে বর্তমানে রাষ্ট্রদূত হিসাবে রয়েছেন জেপি সিং।

