Operation Keller | জঙ্গিদের থেকে উদ্ধার যুদ্ধ করার মতো অস্ত্র! অপারেশন কেল্লার নিয়ে আপডেট দিলো সেনা!

Wednesday, May 14 2025, 1:57 pm
Operation Keller | জঙ্গিদের থেকে উদ্ধার যুদ্ধ করার মতো অস্ত্র! অপারেশন কেল্লার নিয়ে আপডেট দিলো সেনা!
highlightKey Highlights

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল কেল্লারের জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এরপরই ১৩ মে অভিযান শুরু করে ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ, CRPF।


পহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতের সেনা। এবার জঙ্গিদের নিকেশ করলো অপারেশন কেল্লার! ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল কেল্লারের জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এরপরই ১৩ মে অভিযান শুরু করে ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ, CRPF। এই অপারেশনে ৩ তিন কুখ্য়াত জঙ্গিদের নিকেশ হয়। তার মধ্যে লস্কর ই তইবা বা TRF এর স্থানীয় কমান্ডারও ছিল। তাদের থেকে উদ্ধার হয় AK সিরিজের রাইফেল, প্রচুর গুলি, গ্রেনেড, যুদ্ধ করার মতো অস্ত্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File