Surgery | অস্ত্রোপচারের অনিচ্ছা, প্রথম ১৫০০ মেধাবী তরুণ চিকিৎসকদের মধ্যে সার্জন হতে চান মাত্র ১৪ শতাংশ
Tuesday, November 26 2024, 10:02 am
Key Highlightsমাত্র ১৪ শতাংশ চিকিৎসক পড়ুয়া MS পড়তে চাইছেন অর্থাৎ সার্জন হতে চাইছেন!
সম্প্রতি নিট পিজির প্রথম রাউন্ডের সর্বভারতীয় কাউন্সেলিং সদ্য শেষ হয়েছে। তবে সেখানে দেখা যাচ্ছে মাত্র ১৪ শতাংশ চিকিৎসক পড়ুয়া MS পড়তে চাইছেন অর্থাৎ সার্জন হতে চাইছেন! কিন্তু কেন সেভাবে কেউ সার্জন হতে চাইছেন না? সিনিয়র জুনিয়র চিকিৎসক সমাজের একটি বড় অংশের মত, সার্জন হলে 'মার' অথবা 'মামলা' খেতে হয়। শুধু মার বা মামলার ভয় নয়, সার্জারি শাখায় প্রতিষ্ঠিত হতেও সময় লাগে। যার জন্যই মূলত MS করার দিকে ঝুঁকতে চাইছেন না বড় অংশের চিকিৎসক পড়ুয়া।

