বাণিজ্য

Online App | ৩১ ডিসেম্বর মিলবেনা ১০ মিনিট ডেলিভারি! দেশজুড়ে বনধের ডাক সুইগি-জ্যোমাটো-ব্লিঙ্কিট কর্মীরা

Online App | ৩১ ডিসেম্বর মিলবেনা ১০ মিনিট ডেলিভারি! দেশজুড়ে বনধের ডাক সুইগি-জ্যোমাটো-ব্লিঙ্কিট কর্মীরা
Key Highlights

অ্যামাজন, ফ্লিপকার্ট সহ অন্যান্য ই কমার্স সাইটে যারা ডেলিভারির কাজ করেন, তারা এই বনধের ডাক দিয়েছেন।

বছরের শেষভাগে দেশজুড়ে বনধের ডাক ডেলিভারি ও গিগ ওয়ার্কারদের। ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর এই দুই দিন সুইগি, জ্যোমাটো, জেপ্টো, ব্লিঙ্কিট, অ্যামাজন, ফ্লিপকার্ট সহ অন্যান্য ই কমার্স সাইটের ওয়ার্কাররা এই বনধের ডাক দিয়েছেন। তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কারস ইউনিয়ন এবং ইন্ডিয়ান ফেডারেশন অব অ্যাপ বেস ট্রান্সপোর্ট ওয়ার্কারের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, খারাপ কাজের পরিবেশ, নায্য বেতন দিতে অস্বীকার, কর্মীদের সামাজিক সুরক্ষা ও সম্মানের দাবিতেই তারা বনধ ডেকেছেন।