আবহাওয়াদুর্যোগের সম্ভাবনা! ফের রাজ্যে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টিতে ভাসবে দুই বঙ্গই
গত বৃহস্পতি এবং শুক্রবার নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত হয়েছিল রাজ্যে। ভারী বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে, বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরেই সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের। আগামী ৪ই অগাস্ট একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিবর্তিত হবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে উত্তরপ্রদেশে অবস্থানের পর এই নিম্নচাপ অক্ষরেখা গয়া হয়ে পুরুলিয়া ও ক্যানিং-এর উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে চলেছে।