শারদ উৎসব ২০২৪

Navratri 2024 | আজ নবরাত্রির সপ্তম দিন, এদিন পূজিত হন দেবীর হিংস্র, ভয়ঙ্কর রূপ ‘কালরাত্রি'

Navratri 2024 | আজ নবরাত্রির সপ্তম দিন, এদিন পূজিত হন দেবীর হিংস্র, ভয়ঙ্কর রূপ  ‘কালরাত্রি'
Key Highlights

নবরাত্রি (Navratri) এর সপ্তম দিনে দেবী দুর্গার সপ্তম রূপ, 'কালরাত্রি'র পুজো করা হয়। পুরাণ অনুযায়ী, কালরাত্রির পুজো করলে অসুরের নাশ হয়। দেবী সর্বদা শুভ ফল দান করেন বলে, তাঁকে শুভঙ্করীও বলা হয়। সঙ্গে, তিনি তাঁর ভক্তদের জীবন থেকে সমস্ত ভয় দূর করে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। পুরাণ অনুযায়ী, দেবী পার্বতীকে বন্দি করতে অসুরদের দলপতি শুম্ভ ও নিশুম্ভ তাদের সেনাপতি চণ্ড ও মুণ্ডকে পাঠিয়েছিল।

আজ নবরাত্রি ২০২৪ (Navratri 2024) সপ্তম দিন। নবরাত্রি জুড়ে দেবী দুর্গাকে পুজো করা হয় নয়টি বিশেষ রূপে। প্রত্যেক তিথিতে, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হন এক এক রূপে। নবরাত্রি (Navratri) এর সপ্তমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন ‘কালরাত্রি (Kalratri)’ রূপে। এই রূপ দেবীর হিংস্র, ভয়ঙ্কর রূপ। অসুর শম্ভু এবং নিশম্ভুকে দেবী এই রূপে হত্যা করেন।


কালরাত্রি দেবী । Kalratri Devi :
নবরাত্রি (Navratri) এর সপ্তম দিনে দেবী দুর্গার সপ্তম রূপ, 'কালরাত্রি'র পুজো করা হয়। পুরাণ অনুযায়ী, কালরাত্রির পুজো করলে অসুরের নাশ হয়। দেবী সর্বদা শুভ ফল দান করেন বলে, তাঁকে শুভঙ্করীও বলা হয়। সঙ্গে, তিনি তাঁর ভক্তদের জীবন থেকে সমস্ত ভয় দূর করে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। পুরাণ অনুযায়ী, দেবী পার্বতীকে বন্দি করতে অসুরদের দলপতি শুম্ভ ও নিশুম্ভ তাদের সেনাপতি চণ্ড ও মুণ্ডকে পাঠিয়েছিল। চণ্ড ও মুণ্ড বহু সেনা, অশ্ব, রথ, হাতি নিয়ে যুদ্ধে এসে হিমালয়ের চূড়ায় হাস্যরত দেবীকে দেখতে পান। দেবী আক্রমণরত অসুরদের দেখে ভীষণ ক্রুদ্ধ হন। রাগে তাঁর মুখমণ্ডল কালো হয়ে যায়। দেবীর কপাল থেকে এক ভীষণ দর্শনা দেবী এই সময় প্রকট হন। সেই দেবী কালিকা বা কালরাত্রি। 


কালরাত্রি (Kalratri) দেবী অতি ভীষণা, ভয়ংকরী, কোটরগতা, আরক্ত চক্ষুবিশিষ্টা। সেই ভয়ংকরী দেবী ভীষণ হুঙ্কার দিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন। বহু অসুরকে পা দিয়ে পিষে বধ করেন। বহু অসুর দেবীর খড়গের আঘাতে মারা যায়। এরপর দেবী তাঁর খড়গ তুলে ‘হং’ শব্দ করে চণ্ডের দিকে ধেয়ে যান। দেবী চণ্ডের চুলের মুঠি ধরে খড়গ দিয়ে এককোপে তাঁর শিরোশ্ছেদ করেন। চণ্ড নিহত হয়েছে দেখে ক্রোধে মুণ্ড দেবীর দিকে ধেয়ে গেলে, দেবী তার শিরও খড়গ দিয়ে ছেদ করেন। চণ্ড ও মুণ্ডকে বধ করে তাদের মাথা কেটে নেওয়ার জন্য দেবী কালরাত্রির অপর নাম হয়, 'চামুণ্ডা'।
 কালরাত্রি দেবীকে ভোগ হিসাবে গুড় নিবেদন করা হয় ৷ যা নেতিবাচক শক্তি দূর করে ও ভক্তদের সুরক্ষা এবং শক্তি প্রদান করে বলে বিশ্বাস করা হয় । এছাড়াও ছোলা, মুড়কি, ফল, শরবত, পোলাও খিচুড়ি, সাদা অন্ন, পাঁচরকম ভাজা, পাঁচরকম তরকারি, পায়েস, শোল, ইলিশ, চিংড়ি সহযোগে বিশেষ ভোগ, লুচি, আলুভাজা, পাঁচ রকম মিষ্টি, পাঁচ রকম ফল, ক্ষীর ভোগ, পাঁঠার মাংসও দেবী কালরাত্রির ভোগ হিসেবে প্রদান করা হয়।


RG Kar | 'আমি কিছু করিনি', আরজিকর কান্ড নিয়ে সকল অভিযোগ অস্বীকার করে বিচারকের কাছে দাবি সঞ্জয় রায়ের
Durga Puja 2024 | ষষ্ঠী থেকে পুজোর দিনগুলি কলকাতায় সারারাত চলবে সরকারি বাস, বাড়ানো হবে বাসের সংখ্যাও
Navratri 2024 | নবরাত্রির পঞ্চম দিনে পূজিত হন দেবীর 'স্কন্দমাতা' রূপ, মনোযোগ সহকারে পুজো করলে আশীর্বাদ বর্ষণ করেন মা স্কন্দমাতা
India vs Bangladesh | টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে দিলো টিম ইন্ডিয়া, সবচেয়ে বেশি বল হাতে রেখে কোনও ম্যাচ জিতল ভারত
R G Kar Case Live Update | যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, এমন সাতজনকে অবিলম্বে সাসপেন্ড করার আর্জি আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের!
‘বিদ্রোহী কবি’ ~ কাজী নজরুল ইসলাম | Biography of Kazi Nazrul Islam
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali