দেশ

Vande Bharat | সপ্তাহ শুরুতেই রেল ভোগান্তি! বন্দে ভারতে আগুন! শিয়ালদহ মেইন লাইনে দীর্ঘক্ষণ চললো অবরোধ!

Vande Bharat | সপ্তাহ শুরুতেই রেল ভোগান্তি! বন্দে ভারতে আগুন! শিয়ালদহ মেইন লাইনে দীর্ঘক্ষণ চললো অবরোধ!
Key Highlights

ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারতে অগ্নিকান্ড। কামরার ব্যাটারি বক্সে আগুন। শিয়ালদহ মেইন শাখায় প্রায় দেড় ঘন্টা অবরোধ চলায় দীর্ঘক্ষণের জন্য ব্যাহত রেল পরিষেবা।

ফের খবরের শিরোনামে বন্দে ভারত (Vande Bharat) ।ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারতে (Bhopal to Delhi Vande Bharat) ভয়াবহ অগ্নিকান্ড। রেল সূত্রে খবর, চলন্ত ট্রেনের একটি কামরার ব্যাটারি বক্সে আগুন লেগে যায়। কোনও হতাহতের খবর না মিললেও, সপ্তাহের প্রথম দিনেই বন্দে ভারতের যেতে বেশ আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

আজ অর্থাৎ ১৭ই  জুলাই,সোমবার সকালে ভোপাল থেকে দিল্লির নিজামুদ্দিনের (Nizamuddin) উদ্দেশে রওনা দিয়েছিল এই বন্দে ভারত এক্সপ্রেস। তবে রানি কমলাপতি স্টেশন (Kamalapati Station)পার করতেই  হঠাৎ ট্রেনে গোলযোগ দেখা যায়। এরপর কুরওয়াই কেথোরা স্টেশনে (Kethora Station) দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। তখনই হঠাৎ নজরে আসে একটি কামরার নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। নিমেষের মধ্যেই সেখান থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। এরপর দাউ দাউ করে জ্বলে ওঠে ট্রেনের নিচের অংশটি।

ট্রেন থেকে হঠাৎ আগুনের ফুলকি বের হওয়া এবং আগুন লেগে যাওয়ার মতো ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রাণ রক্ষার জন্য ট্রেন থেকে ঝাঁপ দেন একাধিক যাত্রী। তবে রেলের তরফে জানানো হয়েছে, কোনও হতাহতের খবর নেই। ভোপাল-দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসের ওই সি-১২ কামরাটি সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। ওই কামরায় আনুমানিক ২০ থেকে ২২ জন যাত্রী ছিলেন। তাঁদের সকলকেই নিরাপদে বের করে এনে অন্য কামরায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি জানানো হয়, আগুন দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন সকাল ৭টা বেজে ৫৮ মিনিটে এই ট্রেনের কামরার নীচে থাকা ব্যাটারি বক্সে আগুন ধরে যায়। মধ্যপ্রদেশের কমলাপতি স্টেশন থেকে ছেড়ে নিজামুদ্দিনের দিকে যাওয়ার সময় আগুন নজরে পড়ে। এছাড়াও সঠিক সময়ে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম (Fire Alarm)। তবে বন্দে ভারতের এটিই প্রথম দুর্ঘটনা নয়। এর আগেও একাধিকবার বন্দে ভারতের ফলে ছড়িয়েছে আতঙ্ক। কখনও সেমি হাইস্পিড গতি তো কখনও আবার পাথর হামলা,কখনও আবার ফাটল, উদ্বোধনের পর থেকেই একের পর এক ঘটনায় খবরের শিরোনামে থাকে বন্দে ভারত এক্সপ্রেস। দেশের একাধিক রুটে এই ট্রেন পরিষেবা শুরু হলেও একের পর এক দুর্ঘটনা বন্দে ভারতে।

অন্যদিকে, সপ্তাহের শুরুতেই ভোগান্তির মুখে এ রাজ্যের রেল যাত্রীরাও। এদিন সকালেই শিয়ালদা মেইন শাখায় অবরোধে নামেন জয় নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা। এই অবরোধের জেরে জেরে দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল। এদিন ব্যারাকপুর ১৪ নং রেল গেটের সামনে অবরোধ শুরু হয়। মূলত ফুট ওভারব্রিজের দাবিতে রেল অবরোধে নামেন জয় নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা। 

পূর্বঘোষিত সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটা নাগাদ শুরু হয় এই রেল অবরোধ। অফিসটাইমে একের পর এক ট্রেন আটকে পড়ায় রেলের তরফ থেকে জিআরপি (GRP) গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন, তবে কোনও লিখিত প্রতিশ্রুতি না মেলায় অবরোধ জারি থাকে। অবশেষে ঘণ্টা দেড়েক অচলাবস্থা চলার পর রেল কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে অবরোধের সমাপ্তি ঘটে। অবরোধ ওঠার পর শুরু হয়ে ব্যারাকপুর শাখা অর্থাৎ শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল। তবে বহুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। 


Rishabh Pant | মাইলফলক ছুঁলেন ঋষভ পন্থ, রেকর্ড গড়েই চোট, অ্যাম্বুলেন্সে করে ছাড়লেন মাঠ
Ahmedabad Plane Crash | DNA পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ! 'ভুল দেহ পাঠানো হয়েছে'-বিস্ফোরক দাবি ব্রিটেনের পরিবারের
Humayun Kabir | ছাব্বিশের নির্বাচনের আগেই তৃণমূলে ভাঙন! নতুন দল গড়ার ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের!
21st July Live | '২৭ শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে'! প্রতি শনি ও রবিবার মিটিং-মিছিল করার নির্দেশ দলকে!
EMU Local Train | ট্রেন যাত্রীদের জন্য সুখবর! ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫টি ট্রেন!
অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের জীবনী, Biography of  Bangladeshi economist Abul Barkat in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo