স্বাস্থ্য

ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট বিএ ফোর ও বিএ ফাইভ ঘিরে অব্যাহত কোভিড উদ্বেগ! নজর রাখছে হু

ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট বিএ ফোর ও বিএ ফাইভ ঘিরে অব্যাহত কোভিড উদ্বেগ! নজর রাখছে হু
Key Highlights

'বিশ্বে দাপট দেখাচ্ছে বিএ ওয়ান ও বিএ টু। আর তার ট্র্যাকিং শুরু হয়েছে, এমনকি বিএ ওয়ান পয়েন্ট ওয়ান এবং বিএ পয়েন্ট থ্রি নিয়েও ট্র্যাকিং শুরু হয়েছে।' দাবি হু এর

গত ২ বছর ধরে কোভিড ভয়াবহ আকার ধারণ করেছিল গোটা বিশ্বে। ওমিক্রনের বিএ ওয়ান এবং বিএটুয়ের পর এবার ওমিক্রনের নয়া দুই ভ্যারিয়েন্ট বিএ ফোর ও বিএ ফাইভ নিয়ে শুরু হয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হুয়ের নজরদারি।

এই পরিস্থিতিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফ থেকে দেওয়া সতর্কবার্তা

ওমিক্রনের এই দুই নতুন ভ্যারিয়েন্টের বাড়তি মিউটেশনের প্রভাব রোগ প্রতিরোধ ক্ষমতায় কতটা পড়ছে তা নিরীক্ষণ করা হচ্ছে। আর তা পরীক্ষা করে , গবেষণার পরই বলা যাবে এই দুই নয়া ভ্যারিয়েন্ট কতটা উদ্বেগজনক।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা এপ্রসঙ্গে বলেছে, 'ওমিক্রনের সিস্টার ভ্যারিয়েন্ট বিএ ফোর ও বিএফ ফাইভকে নজরদারির তালিকায় রাখা হয়েছে।' উল্লেখ্য, এই ভ্যারিয়েন্ট দুটির সূত্র ওমিক্রনের বিএ ওয়ান ভ্যারিয়েন্ট। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যেই বিএ ওয়ান ও বি এ টু-এর ট্র্যাকিং শুরু করেছে। হু জানিয়েছে, 'বিশ্বে দাপট দেখাচ্ছে বিএ ওয়ান ও বিএ টু। আর তার ট্র্যাকিং শুরু হয়েছে, এমনকি বিএ ওয়ান পয়েন্ট ওয়ান এবং বিএ পয়েন্ট থ্রি নিয়েও ট্র্যাকিং শুরু হয়েছে।'

ভারতে কোভিড পরিস্থিতি কীরূপ জানেন

ভারতের স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, ভারতে নতুন করে করোনার জেরে ৭৯৬ টি নতুন করোনা আক্রান্তের সংখ্যা মিলেছে গত ২৪ ঘণ্টায়। যার ফলে দেশে এখন মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪,৩০,৩৬,৯২৮। অ্যাক্টিভ কেস নেমেছে ১০,৮৮৯ -এ। মৃতের সংখ্যা ৫,২১,৭১০ নতুন করে ১৯ জনের দেহে করোনা আক্রান্তের খবর মিলেছে।