রাজনৈতিক

Speaker of Lok Sabha | ধ্বনিভোটে কে সুরেশকে পিছনে ফেলে পর পর দুবার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা!

Speaker of Lok Sabha | ধ্বনিভোটে কে সুরেশকে পিছনে ফেলে পর পর দুবার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা!
Key Highlights

লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লাই (Om বিরল)। স্বাধীন ভারতে এই প্রথমবার ভোটাভুটির মাধ্যমে লোকসভার স্পিকার নির্বাচিত হল।

লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লাই (Om Birla)। স্বাধীন ভারতে এই প্রথমবার ভোটাভুটির মাধ্যমে লোকসভার স্পিকার নির্বাচিত হল। সকাল ১১টা থেকে সংসদে এই স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ওম বিড়লাকে স্পিকার নির্বাচিত করার প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী। সেই প্রস্তাব সমর্থন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কে সুরেশকে নির্বাচিত করার পক্ষেও প্রস্তাব দেন একে একে বিরোধী সাংসদরা। তবে ভোটাভুটির আগেই শাসকদলের প্রার্থীকে স্পিকার হিসেবে ঘোষণা করেন প্রোটেম স্পিকার ভ্রাতৃহরি মহতাব।