বৃহস্পতিবার ভোরে পটুয়াপাড়ায় আগুন লেগে মৃত বৃদ্ধা ও যুবক এসএসকেএম-এ বার্নিং বিভাগে চিকিৎসাধীন !
Friday, November 13 2020, 5:48 am
Key Highlightsগত বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ কালীঘাট পটুয়াপাড়ায় এক বাড়ি থেকে কালো ধোয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কালীঘাট দমকলকেন্দ্র থেকে চারটি ইঞ্জিন এসে সেই ঘরের দরজা ভেঙে এক বৃদ্ধা বিভা পাল (৭১) ও তাঁর ভাইপো রাজীব পালের দেহ উদ্ধার করেন। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয় ও রাজীব বার্নিং বিভাগে চিকিৎসাধীন। প্রায় দু-ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাজীব পেশায় মৃৎশিল্পী। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই এই ঘটনা ঘটেছে। দমকলের এক কর্তা এ দিন বলেন, ‘‘ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই আগুন লাগার কারণ স্পষ্ট হবে।’’
- Related topics -
- জেলা
- অগ্নিকান্ড
- কালীঘাট
- পটুয়াপাড়া
- দমকল

