ছুটি কাটাতে রাজ্যের মধ্যেই ঘুরে আসুন গড়পঞ্চকোটে | Visit Garhpanchkot in West Bengal
পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত গড় পঞ্চকোট । কম দূরত্বের মধ্যেই মনোরম দৃশ্য উপভোগ করতে হলে আর দেরি না করে ঘুরে যেতে পারেন গড় পঞ্চকোটে।
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটে বেশ কয়েকটি মন্দির রয়েছে, যেগুলি উপযুক্ত সংরক্ষণের অভাবে বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে।
'গড়পঞ্চকোট' নামকরণের কারণ
পঞ্চকোটের পাদদেশে বর্তমানে পঞ্চকোট প্রাসাদ ও দুর্গের ধ্বংসাবশেষ অবস্থিত।গড়পঞ্চকোটে প্রায় পাঁচ মাইল বিস্তৃত একটি দূর্গ ছিল। এই ঐতিহাসিক দুর্গটি বাংলায় বর্গি আক্রমণের প্রমাণ বহন করছে তাই এই ঐতিহাসিক স্থানটির নাম দেওয়া হয় গড়পঞ্চকোট।
কীভাবে যাবেন এই ঐতিহাসিক স্থান পরিদর্শনে?
পুরুলিয়ার উত্তর দিকে পাঞ্চেত পাহাড়ের পাদদেশে শাল, পিয়াল, আর ঘন মহুয়ার জঙ্গলে ঘেরা গড়পঞ্চকোট দু-তিন দিনের সপ্তাহান্তের ভ্রমণের জন্য আদর্শ জায়গা।গড় পঞ্চকোট কলকাতা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পুরুলিয়ায় অবস্থিত। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার ড্রাইভেই পৌঁছে যেতে পারবেন গড়পঞ্চকোটে।
সড়ক পথ- কলকাতা থেকে ভলভো বাস এ করে আসানসোল। সেখান থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে বরাকর হয়ে সোজা চলে আসুন গড়পঞ্চকোট।
রেল পথ- রেলপথে আসতে গেলে গড়পঞ্চকোটের নিকটবর্তী স্টেশন হলো বরাকর। সেখান থেকে সরাসরি গড়পঞ্চকোটে যাবার গাড়ি পেয়ে যাবেন।
গড়পঞ্চকোটের সন্নিকটে অবস্থিত অন্যান্য আকর্ষণীয় স্থান
- পুরুলিয়ার লাল মাটির জয়চণ্ডী পাহাড়।
- শাল ও পলাশ গাছের স্বর্গ।
- রাঢ় অঞ্চলের বারন্তি হ্রদ, এটি একটি নিখুঁত পিকনিক স্পট।
- দামোদর নদীর উপর পানাচে বাঁধের সংলগ্ন পাঞ্চেত জলাধার।
- পানাচে বাঁধের কাছেই রয়েছে স্নেক পার্ক।
- মাইথন হ্রদ এবং বরাকর নদীর উপর অবস্থিত মাইথন বাঁধ, একটি চমৎকার জায়গা। বিশেষত বসন্তে যখন শিমুল ফুল ফোটে তখন এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়।
- বরাকর নদীর তীরে ৫০০ বছরের পুরনো কল্যাণেশ্বরী মন্দির।
পাঞ্চেত পাহাড়ের দক্ষিণ ঢালে বিরিঞ্চিনাথের একটি পুরনো মন্দিরও ছিল তবে বর্তমানে তা ধ্বংসপ্রাপ্ত।
গড়পঞ্চকোটে আসার জন্য সেরা সময় কোনটি?
গরমকালে এই অঞ্চলে অত্যাধিক গরম থাকে তাই তখন না যাওয়াই শ্রেয়। শীতকালে এই অঞ্চল টি পরিভ্রমণের জন্য উপযুক্ত তবে অবশ্যই একবার বর্ষাকালে বেড়িয়ে আসুন এই অঞ্চল থেকে।
সেরা সময় –নভেম্বর থেকে মার্চ এবং জুলাই থেকে সেপ্টেম্বর।
প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য্য দেখে চোখ জুড়োনোর জন্য আদর্শ জায়গা হল গড়পঞ্চকোট। সহজ ,সরল গ্রামজীবনের নির্যাস পাবেন এখানে । জঙ্গলে ঘেরা বনদফতরের বাংলোগুলিতে থাকার ও খাওয়ার ব্যবস্থা এই জায়গাটির আকর্ষণ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই প্রকৃতির হাতছানি উপেক্ষা না করে এই শীতেই ঘুরে আসুন গড় পঞ্চকোট ।
প্রশ্নোত্তর - Frequently Asked Questions
গড় পঞ্চকোট কোথায় অবস্থিত?
গড় পঞ্চকোট ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত।
গড় পঞ্চকোটে অবস্থিত মন্দিরটির নাম কী?
গড় পঞ্চকোটে অবস্থিত মন্দিরটির নাম পঞ্চরত্ন মন্দির।
পঞ্চকোট কে প্রতিষ্ঠা করেন?
কীর্ত্তিনাথ শেখর
পঞ্চকোট কোন রাজবংশের রাজধানী?
পঞ্চকোট তৎকালীন শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল।
- Related topics -
- পর্যটন কেন্দ্র
- পুরুলিয়া
- গড়পঞ্চকোট
- রাজ্য