দেশ

সাংবাদিকরাও কোভিড-যোদ্ধা, টিকাকরণে অগ্রাধিকার চেয়ে কেন্দ্রের কাছে আর্জি জানালো ওড়িশা সরকার

সাংবাদিকরাও কোভিড-যোদ্ধা, টিকাকরণে অগ্রাধিকার চেয়ে কেন্দ্রের কাছে আর্জি জানালো ওড়িশা সরকার
Key Highlights

করোনার বিরুদ্ধে টিকাকরণ অভিযানও শুরু হয়েছে দেশজুড়ে। টিকাকরণ অভিযানে অগ্রাধিকারের ভিত্তিতে করোনার বিরুদ্ধে প্রথমসারির যোদ্ধাদের বেছে নেওয়া হয়। স্বাস্থ্যকর্মী সহ করোনার বিরুদ্ধে অগ্রণী যোদ্ধাদের পর এবার বয়স ও অসুস্থতা সংক্রান্ত কারণে ঝুঁকির মুখে থাকা ব্যক্তিদের টিকাকরণ চলছে। এরইমধ্যে টিকাকরণের জন্য সাংবাদিকদের করোনার বিরুদ্ধে প্রথমসারির যোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত করতে কেন্দ্রের কাছে আর্জি জানাল ওড়িশা সরকার। মুদ্রণ ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাংবাদিক ও সংবাদ-কর্মীদের ফ্রন্টলাইন ওয়ার্কারস-এর তালিকায় অন্তর্ভূক্ত করতে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রককে অনুরোধ করল ওড়িশা সরকার। এই আর্জি জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের কাছে চিঠি দিয়েছেন ওড়়িশার অতিরিক্ত মুখ্যসচিব পিকে মহাপাত্র।