সেলিব্রিটি

নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন ফের বিতর্কের মুখে ! সম্পর্কে ভাঙন নাকি অন্য কিছু ?

নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন ফের বিতর্কের মুখে ! সম্পর্কে ভাঙন নাকি অন্য কিছু ?
Key Highlights

অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্তের ইন্সটাগ্রাম ‘স্টোরি’ ঘিরে শুরু হয়েছে জল্পনা! অনুরাগীদের একাংশের আশঙ্কা— তবে কি এবার ভাঙতে চলেছে ‘যশরত’ জুটি?

ইনস্টাগ্রামেই প্রথম তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে আসে। আর এই ইনস্টাগ্রামের মাধ্যমেই একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন যশরত। এবার সেই ইনস্টাগ্রাম স্টোরি ঘিরেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হল নতুন জল্পনা।

ঠিক কী ছিল ‘যশরত’ জুটির ইন্সটা স্টোরিতে! 

শুক্রবার সকালে নুসরত একটি স্টোরি শেয়ার করেন যাতে তাঁর বক্তব্য, "যে ঘরে শান্তি নেই, সেই ঘর দুনিয়ার সবচেয়ে খারাপ জেলখানা! যে কোনও মানুষের জন্যই সবচেয়ে ভাল জেলখানা সেখানেই, যেখানে ভালবাসা আছে। কেউ সেই ঘর ছাড়তে চায় না।"

অন্যদিকে নুসরতের এই পোস্টের কিছুক্ষণ পরেই যশের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল— "কেন জেলখানায় বন্দি হয়ে থাকছ? খাঁচার দরজা তো খোলাই আছে!"  দুজনের এই স্টোরি নোটিজেনদের মনে নানা জল্পনার সৃষ্টি করে।

জল্পনার অবসান করলেন অভিনেত্রী নুসরত

রবিবার নুসরত স্বয়ং তাদের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া সেই সব জল্পনায় জল ঢেলে দিলেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি মিমি ও যশের একটি সিনেমার ভিডিও শেয়ার করেন এবং সেখানে তাঁদের মাসি আর ড্যাডি বলে সম্বোধন করেছেন অভিনেত্রী। পাশাপাশি তিনি  জানিয়েছেন উইকেন্ডে তাঁদের ছবি দেখেই সময় কাটাচ্ছেন। 

অন্যদিকে মিমির সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়েও কানাঘুষোর শেষ নেই। বেশ অনেকদিনই তাদের একসঙ্গে দেখতে না পাওয়ায় শোনা যাচ্ছিল, বোনুয়া মিমির সঙ্গে তাঁর সম্পর্কে অবনতি ঘটেছে। তবে রবিবার নায়িকার ইনস্টা স্টোরি দেখে বোঝাই যাচ্ছে ব্যক্তিগত জীবনে তাঁর সব সম্পর্কই বেশ শক্তপোক্ত রয়েছে। আপাতত সবাইকে সঙ্গে নিয়েই মাতৃত্ব উপভোগ করছেন নুসরত।


Jammu and Kashmir | জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মৃত ৪ জন, আহত অন্ততঃ ৬
Shubhanshu Shukla | ঘরের ছেলে ফিরলো ঘরে, দেশের মাটিতে পা রাখলেন 'স্পেস বয়' শুভাংশু শুক্লা
Pakistan | পাকিস্তানে বিধ্বংসী হড়পা বান, মৃত অন্তত ২০০, নিখোঁজ শতাধিক
Bula Chowdhury | চুরি গেলো পদ্মশ্রী-রাষ্ট্রপতি পুরস্কার সহ প্রায় সমস্ত মেডেল! ফের চোরের হানা বুলা চৌধুরীর বাড়িতে!
EPFO | UAN-র সঙ্গে আধার যুক্ত করার মতো কাজ হবে আরও সহজে, নয়া পরিষেবা চালু EPFO-র!
Salt Lake | সল্টলেকে ডেলিভারি বয়ের জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলো পলাতক গাড়িচালক
Assam | ‘অপারেশন ঘোস্ট সিম’ অভিযানে গ্রেপ্তার ১ অসমিয়া যুবক, পাক মদতে চলছিল গ্রাহক সেবা কেন্দ্র!