ব্রিটেনে সদ্যোজাত আটটি শিশুর খুনের অভিযোগে ধৃত নার্স লুসি লেটবি !

Friday, November 13 2020, 5:05 am
ব্রিটেনে সদ্যোজাত আটটি শিশুর খুনের অভিযোগে ধৃত নার্স লুসি লেটবি !
highlightKey Highlights

গত ২০১৫-২০১৬ সালে ব্রিটেনের চেস্টারের এক হাসপাতালে হঠাৎই পর পর সদ্যোজাত আটটি শিশুর মৃত্যু হয়েছিল। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছিল, শিশুগুলি প্রিম্যাচিউর হওয়ায় তাদের ফুসফুস ও হার্টের সমস্যা ছিল, তাই এই ঘটনা ঘটে। কিন্তু, পরে তদন্তের ভিত্তিতে ঘটনা অন্যদিকে মোর নেয়। ২০১৮-২০১৯ সালে প্রমানের অভাবে সেই হাসপাতলের নার্স লুসি লেটবিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফের তদন্ত শুরু হলে, গত মঙ্গলবার লুসিকে তার হেয়ারফোর্ডের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা অবাক, কারণ তাঁদের মতে লুসি খুবই শান্ত স্বভাবের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File