Wayanad Land Slide | ওয়েনাডেতে ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে ৬৩! প্রাকৃতিক বিপর্যয়ে মৃত ও আহতর পরিবারকে অর্থসাহয্যর ঘোষণা মোদির

Tuesday, July 30 2024, 9:54 am
Wayanad Land Slide | ওয়েনাডেতে ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে ৬৩! প্রাকৃতিক বিপর্যয়ে মৃত ও আহতর পরিবারকে অর্থসাহয্যর ঘোষণা মোদির
highlightKey Highlights

ক্রমশ বাড়ছে ওয়েনাডেতে মৃতের সংখ্যা। সোমবার রাতে সেখানে একাধিক জায়গায় ভূমিধস নামে। চলে প্রবল বৃষ্টিও।


ক্রমশ বাড়ছে ওয়েনাডেতে মৃতের সংখ্যা। সোমবার রাতে সেখানে একাধিক জায়গায় ভূমিধস নামে। চলে প্রবল বৃষ্টিও। যার জেরে এখনও পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়ে রয়েছেন আরও শতাধিক মানুষ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি মৃতের পরিবারকে অর্থ সাহায্য ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকার অর্থসাহয্য করার কথা ঘোষণা করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File