ISKCON's Rath Yatra | এবার QR-কোড স্ক্যান করলেই জানতে পারবেন প্রভু জগন্নাথ রথের অবস্থান!

Wednesday, June 25 2025, 6:03 pm
ISKCON's Rath Yatra | এবার QR-কোড স্ক্যান করলেই জানতে পারবেন প্রভু জগন্নাথ রথের অবস্থান!
highlightKey Highlights

৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ইসকনের রথযাত্রা—হাইটেক। রথে চেপে কতদূর এলেন জগন্নাথদেব, তা এ বার জানা যাবে এক ক্লিকেই।


এবার রথে চেপে জগন্নাথদেব কতদূর এলেন জানতে পারবেন এক ক্লিকেই। এবার ভক্তদের সুবিধার্থে QR কোড ভিত্তিক প্রযুক্তি ব্যবস্থা চালু করতে চলেছেন ইসকন মন্দির কর্তৃপক্ষ। এর ফলে জগন্নাথদেবের শোভাযাত্রা বেরোনোর পরে রথের লাইভ লোকেশন জানতে পারবেন ভক্তরা। এছাড়াও ইসকনের kolkatarathyatra.live নামক ওয়েবসাইট থেকে গোটা বিশ্ব থেকেই ভক্তরা সরাসরি কলকাতা ইসকন রথের শোভাযাত্রা দেখতে পাবেন।উল্লেখ্য, ২৭ জুন রথের দিন দুপুর ১২টা নাগাদ ইসকনের রথযাত্রা শুরু হবে হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File