Azerbaijan -Armenia | 'এখন ওরা বন্ধু', আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি সই করিয়ে বার্তা ট্রাম্পের!
Saturday, August 9 2025, 2:13 pm

আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তি সই করালেন মার্কিন প্রেসিডেন্ট।
আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তি সই করালেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তি সই করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনায়ান। এরপরই ট্রাম্পের ঘোষণা, ”দীর্ঘ সময়, ৩৫ বছর। ওরা লড়ছিল। এখন ওরা বন্ধু। আর পরবর্তী দীর্ঘ সময় বন্ধুই থাকবে।” সেই সঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, দুই দেশের সঙ্গেই আলাদা চুক্তি করেছে আমেরিকা। সেই চুক্তির মধ্যে রয়েছে শক্তি, বাণিজ্য থেকে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়।