Barrackpore-Baranagar Metro | এবার বারাকপুর-বরানগর রুটেও চলবে মেট্রো! রেলমন্ত্রীকে চিঠি দিলেন পার্থ ভৌমিক!

Wednesday, February 26 2025, 1:25 pm
highlightKey Highlights

ডানলপ মোড় সংলগ্ন থেকে বি টি রোড বরাবর বারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত মাটির উপর দিয়ে মেট্রো সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।


এবার মেট্রো চলবে বারাকপুর থেকে বরানগর পর্যন্ত। এনিয়ে রেলমন্ত্রীকে পার্থ ভৌমিকের চিঠি দেওয়ার পর মেট্রোর এই সম্প্রসারণ পরিকল্পনায় দেখা গিয়েছে আশার আলো। সূত্রের খবর, ডানলপ মোড় সংলগ্ন থেকে বি টি রোড বরাবর বারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত মাটির উপর দিয়ে মেট্রো সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৩ কিলোমিটার এই পথে ১০টি স্টেশন থাকবে। এই রুটটি বরানগর মেট্রো স্টেশন থেকে ডানলপ মোড়ে ইন্টারচেঞ্জ করে কামারহাটি, আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দহ, টাটা গেট, টিটাগড়, তালপুকুর হয়ে বারাকপুরে শেষ হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File