অর্থনৈতিক

EPFO | এবার পিএফ এর টাকা তোলা যাবে ATM কার্ড দিয়েও! বড় ঘোষণা কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের

EPFO | এবার পিএফ এর টাকা তোলা যাবে ATM কার্ড দিয়েও! বড় ঘোষণা কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের
Key Highlights

আগামী বছর থেকেই এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) আওতায় থাকা ব্যক্তিরা পিএফের টাকা এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন।

এবার পিএফ এর টাকা তোলা যাবে ATM কার্ড দিয়েও! কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের সচিব সুমিতা দাওরা জানিয়েছেন, আগামী বছর থেকেই এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) আওতায় থাকা ব্যক্তিরা পিএফের টাকা এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন। সুমিতা দাওরা আরও বলেন, ' পিএফ এর ক্লেইমগুলো দ্রুত মেটানো এবং এর প্রক্রিয়া সহজ করাই লক্ষ্য। যিনি পিএফের টাকা তোলার যোগ্য, যাতে সহজেই লাভবান হন, সেই উদ্দেশ্যেই এই প্রক্রিয়া।' উল্লেখ্য, EPFOর আওতায় রয়েছেন অন্তত ৭ কোটি চাকরিজীবী।