Novak Djokovic | সরকার বিরোধিতার জের? সপরিবারে দেশ ছাড়তে হলো নোভাক জকোভিচকে!

Thursday, September 11 2025, 2:30 pm
highlightKey Highlights

সপরিবারে দেশ ছাড়তে হলো ২৪ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী নোভাক জকোভিচকে।


২০২৪এ ডিসেম্বরে সার্বিয়ার নোভি সাদের রেল স্টেশনের একাংশ ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়। তারপরই সরকারের সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে সে দেশের ছাত্ররা। সেই আন্দোলন এখনো চলছে। এই বিক্ষোভকে সমর্থন করেন ২৪ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী টেনিস তারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়া ওপেন জিতে এক প্রয়াত ছাত্রকে উৎসর্গ করেন তিনি। এরপরই সরকার পক্ষের রোষে পড়েন তিনি। সূত্রের খবর, চাপের মুখে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে দেশ ছাড়লেন তিনি। গ্রিসে থাকার জন্যে গোল্ডেন ভিসার আবেদন করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File