Tangra | আত্মহত্যা নয়, খুন হয়েছেন ৩জনই! ট্যাংরা কাণ্ডে প্রকাশ্যে এলো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট!

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যা নয়, খুন হয়েছেন ৩জনই!
আত্মহত্যা নয়, খুন হয়েছেন ৩জনই! ট্যাংরায় এক শিশু সহ দুই মহিলার দেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় কলকাতা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী,রোমি দে'র দু হাতের কব্জি কাটা ছিল, গলাতে বাঁ দিক থেকে ডান দিকে ক্ষতচিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র চালানো হয়েছে বলেই ইঙ্গিত। সুদেষ্ণা দে'র দু হাতের কব্জির প্রধান শিরাগুলি কাটা ছিল। গলাতেও গভীর ক্ষতচিহ্ন রয়েছে। প্রবল রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। প্রিয়ংবদার হাতে ও পায়ে কালশিটে দাগ রয়েছে। পেটে আধা হজম হওয়া খাবারের নমুনাও পাওয়া গিয়েছে।বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে তার।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- খুন
- মৃতদেহ
- রাজ্য
- পশ্চিমবঙ্গ