Kolkata Metro | কেবল কবি সুভাষই নয়, ভাঙা হতে পারে কলকাতা মেট্রোর আরও এক স্টেশনও!
Friday, August 1 2025, 10:14 am

যদি কবি সুভাষের প্ল্যাটফর্ম ভাঙার ফলে লাইনের ক্ষতি হয় সেক্ষেত্রে শহিদ ক্ষুদিরাম স্টেশনের পরিকাঠামো বদল প্রয়োজন।
কবি সুভাষ স্টেশনের একাধিক পিলারে ফাঁটল দেখা দেওয়ার পর শহরের লাইফলাইনের সুরক্ষায় রাইটসকে দিয়ে সমীক্ষা করিয়ে সেই রিপোর্ট জমা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে শোনা যাচ্ছে ভাঙা হতে পারে শহিদ ক্ষুদিরাম স্টেশনও। যদি কবি সুভাষের প্ল্যাটফর্ম ভাঙার ফলে লাইনের ক্ষতি হয় সেক্ষেত্রে শহিদ ক্ষুদিরাম স্টেশনের পরিকাঠামো বদল প্রয়োজন। এছাড়াও টালিগঞ্জের পর একমাত্র কবি সুভাষ স্টেশনেই ডাউনের জন্য অভিমুখ বদল করা যায়। ফলে শহিদ ক্ষুদিরামেও পরিকাঠামো ও প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থাপনা গড়ে তোলা হতে পারে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ