Ed Sheeran-Arijit Singh | প্রিয় বন্ধুর স্কুটির পেছনে বসে জিয়াগঞ্জ ঘুরলেন এড শিরান, খেলেন লস্যিও

Tuesday, February 11 2025, 4:58 pm
highlightKey Highlights

সম্প্রতি মুর্শিদাবাদ গিয়েছিলেন এড শিরান। তাঁর বন্ধু তথা গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে বাড়ির আড্ডা বা স্কুটি করে শহর ঘোরা নয়। এদিন এড শিরানকে সেখানকার এক স্থানীয় দোকান থেকে লস্যি খেতেও দেখা যায়।


সম্প্রতি নিজের বন্ধু তথা গায়ক অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে গিয়েছিলেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। বন্ধুর স্ক্যুটিতে মুর্শিদাবাদের রাস্তায় রাস্তায় ঘুরেছেন তিনি। আড্ডা মেরেছেন বাড়ির গলিতে দাঁড়িয়ে। করেছেন নৌকোবিহারও। এদিন শ্যুটিংয়ের ফাঁকে মুর্শিদাবাদের এক স্থানীয় দোকান থেকে লস্যিও খেলেন তিনি। দুই বন্ধুর এই সখ্যতার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরু কনসার্ট দিয়ে এডএর ভারত সফর শুরু হয়েছে। এরপর তিনি যাবেন শিলং এ। তাঁর মাঝেই ঘুরে গেলেন মুর্শিদাবাদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File