Russia-North Korea | পুতিনকে রণক্ষেত্রে সাহায্য 'বন্ধু' কিমের! রুশ ফৌজের শক্তি বাড়াতে সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া
Friday, November 22 2024, 6:24 pm
Key Highlights
অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে খবর, রণক্ষেত্রে রুশ ফৌজের শক্তি বাড়াতে সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া।
অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে খবর, রণক্ষেত্রে রুশ ফৌজের শক্তি বাড়াতে সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। জানা গিয়েছে, এখনও পর্যন্ত হাজার দশেক সেনা পাঠানো হয়েছে। আর এই সাহায্যের বিনিময়ে কিম জং উনের দেশকে আর্থিক সাহায্যের পাশাপাশি তেল ও অ্যান্টি এয়ার মিসাইল দিয়েছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা উপদেষ্টা শিন উওন সিক জানিয়েছেন, ” পিয়ংইয়ংয়ের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সরঞ্জাম এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- দক্ষিণ কোরিয়া
- ভ্লাদিমির পুতিন
- ইউক্রেন