রাজ্য

NH 10 | মেরামতির জন্য বন্ধ থাকছে উত্তরবঙ্গের ‘লাইফ লাইন’ NH 10! যাবেন কোন পথে?

NH 10 | মেরামতির জন্য বন্ধ থাকছে উত্তরবঙ্গের ‘লাইফ লাইন’ NH 10! যাবেন কোন পথে?
Key Highlights

বর্ষার আগে মেরামতির জন্য বন্ধ থাকবে শিলিগুড়ি থেকে গ্যাংটক ১০ নম্বর জাতীয় সড়ক পথ।

মেরামতের জন্যে বন্ধ হচ্ছে সেভক-রংপো দশ নম্বর জাতীয় সড়ক। এই সড়কটি শিলিগুড়ি থেকে গ্যাংটক মধ্যে সড়কপথে যোগাযোগের সবথেকে সহজ মাধ্যম। প্রবল দুর্ভোগে পড়তে চলেছেন যাত্রীরা। ‘ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন’ সূত্রে খবর, ৯ থেকে ১১ মে এবং ১৩ থেকে ১৫ মে পর্যন্ত সকাল ৫টা থেকে সকাল ৭টা, সকাল ৮টা থেকে সকাল ১০টা, সকাল ১১টা থেকে দুপুর ১টা, বিকেল ২টো থেকে বিকেল ৪টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা অবধি বন্ধ থাকবে রাস্তা। মাঝের সময়টুকুতে শুধুমাত্র পর্যটকদের গাড়ি পাস্ করবে বলে জানিয়েছে প্রশাসন।