কাশ্মীরে ১৫০ জনজাতি পরিবারকে উচ্ছেদের নোটিস বন দফতরের, বিপাকে যাযাবরেরা।

Monday, December 7 2020, 8:08 am
highlightKey Highlights

জম্মু-কাশ্মীরের এই জনজাতির সদস্যেরা অরণ্যভূমিতে থাকেন কয়েক পুরুষ ধরে। সম্প্রতি মধ্য কাশ্মীরের বদগামে তাদের বেশ কিছু মাটির তৈরি বাড়ি ভেঙে দিয়েছে বন দফতর। সেইসঙ্গে কাটা হয়েছে বেশ কিছু আপেল ও উইলো গাছ। পহলগামের বাটেকোট এলাকাতেও ১৫০ জনজাতি পরিবারকে উচ্ছেদের নোটিস দিয়েছে বন দফতর। সেখানেও গুজ্জর-বকরওয়ালদের বাড়ি ভাঙার ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। জম্মু-কাশ্মীরে যাযাবর গুজ্জর ও বকরওয়াল জনজাতির জীবন ও জীবিকার উপরে বড় আঘাত হানার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে।জম্মু-কাশ্মীরের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জহাঙ্গির গনাইয়ের বক্তব্য, ‘‘জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরে সেখানে অরণ্যের অধিকার আইন কার্যকর হয়েছে। সেই আইনে কাদের অধিকার কতটা তা এখনও এখানকার বিশেষজ্ঞদের কাছেও স্পষ্ট নয়।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File