Nobel Prize | ধাতব জৈব কাঠামো সংক্রান্ত গবেষণার জন্য রসায়নে নোবেল তিন দেশের তিন বিজ্ঞানীর

Wednesday, October 8 2025, 1:52 pm
highlightKey Highlights

মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব জৈব কাঠামো সংক্রান্ত গবেষণার জন্য তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘিকে চলতি বছরে পুরস্কৃত করা হচ্ছে।


২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার বিজেতাদের নাম প্রকাশ্যে আনলো রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। বুধবার তাঁরা জানিয়েছে মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব জৈব কাঠামো সংক্রান্ত গবেষণার জন্য তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি পুরস্কৃত হচ্ছেন। তাঁরা গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে এমন বিশাল ছিদ্র-সহ আণবিক কাঠামো তৈরি করেছেন যা মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ করতে, কার্বন ডাই অক্সাইড ধারণ করতে, বিষাক্ত গ্যাস সঞ্চয় করতে বা রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক প্রবেশ করতে সক্ষম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File