দেশ

Mahakumbh | পদপিষ্টের ঘটনার জের, মহাকুম্ভে ‘নো ভেহিকল জ়োন’ চালু করলো যোগী সরকার

Mahakumbh | পদপিষ্টের ঘটনার জের, মহাকুম্ভে ‘নো ভেহিকল জ়োন’ চালু করলো যোগী সরকার
Key Highlights

পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, নির্বিঘ্নে যাতে তাঁরা পুণ্যস্নান করতে পারেন, তার জন্য মেলা প্রাঙ্গণে কোনও ভেহিকল জ়োন রাখা হচ্ছে না।

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল অসংখ্য মানুষ। সে ঘটনা থেকে শিক্ষা নিয়ে নয়া নিয়ম চালু করলো যোগী সরকার। ১২ ফেব্রুয়ারি মহাকুম্ভে মাঘী পূর্ণিমা উপলক্ষে অমৃতস্নান। তার আগে মঙ্গলবার ভোর ৪টে থেকে প্রয়াগরাজ শহরকে ‘নো ভেহিকল জ়োন’ ঘোষণা করলো যোগী সরকার। নিরাপত্তা আরো আঁটোসাঁটো হচ্ছে এবার। ‘কল্পবাসী’ অর্থাৎ যাঁরা দীর্ঘদিন ধরে মহাকুম্ভের মেলা প্রাঙ্গণেই রয়েছেন, তাঁদের গাড়িও ঢুকতে দেওয়া হবে না এদিন।