কেন্দ্রকে জাতীয় পলিসি আনার নির্দেশ দিল শীর্ষ আদালত - পরিচয়পত্র না থাকলেও হাসপাতালে ভর্তি
Monday, May 3 2021, 5:34 am
Key Highlights
দেশে ভয়াবহভাবে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দৈনিক সুস্থতার হার বাড়লেও, লাগাম টানা যাচ্ছেনা দৈনিক আক্রান্তের সংখ্যায়। ভিন্ন রাজ্য এবং তারও ভেতরে স্থানীয় প্রশাসনের আলাদা আলাদা নিয়ম থাকায় সমস্যায় পড়ছেন রোগী ও তাঁর পরিবার। এমত অবস্থায় শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্য ও হাসপাতালে নয়া নির্দেশ জারি করেছে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে হাসপাতালে রোগী ভর্তির উপর আগামী ২ সপ্তাহের মধ্যে একটি জাতীয় পলিসি আনার নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী কোভিড অতিমারির সময় শুধুমাত্র পরিচয়পত্র বা বাসস্থান প্রমাণ না থাকার জন্য হাসপাতাল থেকে ফেরানো যাবে না রোগীদের, দিতে হবে অত্যবশকীয় ওষুধও; নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- করোনা রোগী
- কোভিড ১৯