Mumbai Attack | ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্তকে ভারতে আনায় আর রইলো না বাধা!
Tuesday, April 8 2025, 12:38 pm
Key Highlights২৬/১১ মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে ফেরানোর পথে আর রইল না বাধা।
২৬/১১ মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে ফেরানোর পথে আর রইল না বাধা। প্রত্যর্পণে স্থগিতাদেশ চেয়ে মার্কিন সুপ্রিম কোর্টে আর্জি করেছিল সে। কিন্তু সোমবার সেই আর্জি খারিজ করে দিল আমেরিকার শীর্ষ আদালত। বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছে তাহাউর। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যখন ভারতের প্রধানমন্ত্রী মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন, তখনই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দেন, বিচারের জন্য তাহাউরকে ভারতের হাতে তুলে দিতে তাঁদের কোনও আপত্তি নেই।

