হার্ড কপির প্রয়োজন নেই, কর্তৃপক্ষ অনুমোদনে নতুন আবেদনকারীরা ডিজিটাল ফর্ম্যাটেও ই-ভোটার কার্ড পাবেন

Monday, January 25 2021, 11:35 am
হার্ড কপির প্রয়োজন নেই, কর্তৃপক্ষ অনুমোদনে নতুন আবেদনকারীরা ডিজিটাল ফর্ম্যাটেও ই-ভোটার কার্ড পাবেন
highlightKey Highlights

এবার ভোটার কার্ডেও ডিজিটালের ছোঁয়া। সোমবার জাতীয় ভোটার দিবসে অর্থাৎ আজই ই-এপিক পরিষেবা চালু করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট থেকেই এই ই-এপিক ডাউনলোড করা যাবে। দু’দফায় ই–ভোটার কার্ড নিয়ে আসা হচ্ছে। নতুন যাঁরা ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন সম্প্রতি, প্রথম দফায় ২৫ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মূলত তাঁরাই ওই ই–ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। আগে থেকেই যাঁদের ভোটার কার্ড ছিল, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে তাঁরা ওই কার্ড পেতে পারেন। তবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল ফোন নম্বর সংযুক্ত করা থাকলে তবেই মিলবে ডিজিটাল ভোটার কার্ড মিলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File