ই-পাস ছাড়াই এ বার ওঠা যাবে কলকাতা মেট্রোয়, মেট্রো চড়তে হলে স্মার্ট কার্ড থাকতেই হবে
Wednesday, January 13 2021, 12:07 pm
Key Highlightsকলকাতা মেট্রোয় এ বার থেকে ই-পাস ছাড়াই ওঠা যাবে। তবে এখনই টোকেন ইস্যু করা হবে না। মেট্রো চড়তে হলে স্মার্ট কার্ড থাকতেই হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার ১৮ জানুয়ারি থেকে যাত্রীরা ই-পাস ছাড়াই মেট্রো চড়তে পারবেন। সেই সঙ্গে ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। সোম থেকে শনিবার পর্যন্ত দৈনিক ২৪০টি করে মেট্রো চলবে। মেট্রো সূত্রে খবর, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৭টায় প্রথম এবং রাত সাড়ে ৯টায় শেষ মেট্রো ছাড়বে। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়।
- Related topics -
- পরিবহন
- মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- ই-পাস
- স্মার্ট কার্ড

