বিনামূল্যে বোর্ডিং পাস দিতে হবে চেক-ইন কাউন্টার থেকে, নির্দেশ কেন্দ্রের

Friday, July 22 2022, 12:29 pm
highlightKey Highlights

চেক-ইন কাউন্টারে বোর্ডিং পাস দেওয়ার জন্য যাত্রীদের থেকে কোনও চার্জ নিতে পারবে না। নির্দেশ দিল কেন্দ্র।


বিমানবন্দরের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস দেওয়ার জন্য কোনও চার্জ নেওয়া যাবে না। এমনই জানাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

বিমানবন্দরের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস দেওয়ার জন্য এবার থেকে কোনও চার্জ নেওয়া যাবে না

বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে যাত্রীদের বোর্ডিং পাস দেওয়ার জন্য বাড়তি কোনও অর্থ নেওয়া যাবে না। 

কেন্দ্রের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, বোর্ডিং পাস দেওয়ার জন্য উড়ান সংস্থাগুলি যে যাত্রীদের থেকে বাড়তি টাকা নিচ্ছে, সেই বিষয়টি মন্ত্রকের নজরে এসেছে। সেই বাড়তি চার্জ নেওয়ার কোনও বিধান নেই।

আপাতত উড়ান সংস্থার কাউন্টারে বিমানের টিকিট চাইলে যাত্রীদের থেকে ২০০ টাকা ধার্য করা হয়। করোনাভাইরাস সংক্রান্ত লকডাউনের পর থেকে সেই নিয়ম চালু করা হয়েছিল। যাত্রীরা যাতে ই-বোর্ডিং পাসের পথে হাঁটেন, সেজন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File