Nitish Kumar | বিহারে ফিরছে এনডিএ-রাজ, দশমবারের জন্যে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন নীতীশ কুমার
Wednesday, November 19 2025, 4:59 pm
Key Highlightsআগামীকাল দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার।
বিহার বিধানসভা নির্বাচনে মোট ২৪৩টি আসনের মধ্যে এনডিএ দখল করেছে ২০২টি আসন। জোটের দুই প্রধান দল বিজেপি ও জেডিইউ যথাক্রমে ৮৯ ও ৮৫টি আসন পেয়েছে। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জিতেছে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। এই জয়ের ফলে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার। আগামীকাল তাঁর শপথগ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই দেশের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রীদের তালিকায় উঠে আসবেন তিনি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- মুখ্যমন্ত্রী
- নীতিশ কুমার
- বিহার

