Nipah Virus | নিপা আতঙ্কে কিছুটা স্বস্তি, অবস্থার উন্নতি দুই নার্সের! কী জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা?
Friday, January 16 2026, 4:40 am

Key Highlightsঅসম এই যুদ্ধ জয়ের নেপথ্যে রয়েছে অ্যান্টিভাইরাল ‘রাইবাভিরিন’-সহ বেশ কয়েকটি ওষুধ, যেগুলি দ্রুত ব্যবহার করে সাফল্য মিলেছিল কেরালাতেও।
অবশেষে বৃহস্পতিবার নিপা আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থার অভাবনীয় উন্নতি হয়েছে। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের ব্রাদার নার্সকে এ দিন ভেন্টিলেশন থেকে বের হয়েছেন। তিনি উঠে বসেছেন বেডে, কথাও বলেছেন। কাটোয়ার বাসিন্দা সিস্টার নার্সের অবস্থা এখনও সঙ্কটজনক। তবে তিনি সামান্য হলেও হাত পা নেড়েছেন, চেষ্টা করেছেন চোখ খোলারও। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, অ্যান্টিভাইরাল ‘রাইবাভিরিন’ সহ বেশ কয়েকটি ওষুধ ব্যবহার করে সাফল্য মিলেছিল কেরালাতে। দুই নার্সের উপর ওই ওষুধগুলি প্রয়োগ করতেই তাঁদের উন্নতি হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- নিপা ভাইরাস
- বেসরকারি হাসপাতাল
- বারাসাত


