ভেঙে-যাওয়া সম্পর্কে নয়া মোচড়, নুসরাত - নিখিল সম্পর্কের নতুন মোড়
Monday, September 20 2021, 8:23 am

সম্প্রতি ভূমিষ্ঠ হয়েছে সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের পুত্র সন্তান। তারপরেই নুসরাত জাহান এবং নিখিল জৈনের সাথে তাঁদের সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে আইনি নোটিশের আদান-প্রদান। এবিষয়ে নুসরাত আইনি নোটিশের দু'টি লাইন উল্লেখ করে সংবাদমাধ্যমকে জানিয়েছে, নিখিলই প্রথম ‘লিভ ইন' বা ‘সহবাস’ শব্দটি ব্যবহার করেছিলেন, তিনি নন। অন্যদিকে নিখিলের বক্তব্য, তিনি নোটিশে স্পষ্ট লিখেছেন 'আমি তো নিজে ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলাম'। এমনকি নুসরাত নিখিলের বাল্যকালের বান্ধবীকে নিয়ে শারীরিক সম্পর্কের ইঙ্গিত দিয়েছে, যা ন্যক্কারজনক। ভবিষ্যতে কি হতে চলেছে, সেই দিকেই নজর তাঁদের অনুগামীদের।
- Related topics -
- বিনোদন
- অভিনেত্রী
- হাইকোর্ট
- বিবাহ
- লাইফস্টাইল