Nikhat Zareen | বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা বাগালো নিখাত, কাটলো অলিম্পিকের হতাশা

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫১ কেজি বিভাগে ফের সোনা জিতলেন নিখাত।
বৃহস্পতিবার গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোনা জিতলেন ভারতের মেয়ে। এদিন মহিলাদের ৫১ কেজি বিভাগে চাইনিজ তাইপের শুয়ান ই গুওকে একপেশে লড়াইয়ে ৫:০ ব্যবধানে পরাজিত করলেন হায়দ্রাবাদের নিখাত। প্যারিস অলিম্পিকে শূন্য হাতে ফেরার পর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নিখাতের সোনা জয় আশা জাগাচ্ছে ক্রীড়ামহলে। এই চ্যাম্পিয়নশিপে ভারত মোট ৯টা সোনা, ৬টা রুপো এবং ৫টা ব্রোঞ্জ জিতেছে। ১০টি সোনার মধ্যে ৭টিই এসেছে ভারতের ঝুলিতে।
- Related topics -
- খেলাধুলা
- বক্সিং
- মহিলা বক্সার
- সোনা জয়ী
