RG Kar Case | অভয়ার বিচারের দাবিতে ফের রাতদখলের ডাক ‘রাত দখল ঐক্যমঞ্চে’র, অনুমতি দিলো হাইকোর্ট
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখল। ‘রাত দখল ঐক্যমঞ্চে’র মিছিলের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল ওই মঞ্চ।
কেটে গেছে বহুদিন, এখনও ন্যায্য বিচার পায়নি অভয়া। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সুবিচারের দাবিতে ফের রাত দখলের ডাক দিলো ‘রাত দখল ঐক্যমঞ্চ’। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানালো, এই মিছিল হবে ওয়েলিংটন থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত। কলেজ স্কোয়ারেই ‘রাত দখল’ কর্মসূচি পালন করবে ঐক্যমঞ্চের সদস্যরা। সেখান থেকে ৫জন সদস্য সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেবেন। ১৬ জানুয়ারি মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল পুলিশের কাছে। পুলিশ অনুমতি দেয়নি তবে সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।