অর্থনৈতিক

Stock Market । প্রথমবারের জন্য প্রায় ২৫ হাজারের রেকর্ড ছুঁয়ে ফেললো নিফটি!

Stock Market । প্রথমবারের জন্য প্রায় ২৫ হাজারের রেকর্ড ছুঁয়ে ফেললো নিফটি!
Key Highlights

মঙ্গলবারও শেয়ার বাজারে নতুন রেকর্ড করে ফেলে নিফটি। প্রথমবারের মতো ২৪ হাজার ৬৫০ পয়েন্টের গণ্ডি পেরিয়ে যায়।

মঙ্গলবারও শেয়ার বাজারে নতুন রেকর্ড করে ফেলে নিফটি। প্রথমবারের মতো ২৪ হাজার ৬৫০ পয়েন্টের গণ্ডি পেরিয়ে যায়। যদিও কিছু সময় পর খানিক নিম্নগতি দেখা গেলেও দুপুর ২টোর সময়েও ২৪,৬১৭ থেকে ২৪, ৬২০ পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করে। অন্যদিকে, এদিন BSE-এর সেনসেক্স ৬৬.৬৩ পয়েন্টের সামান্য বৃদ্ধির সঙ্গে ৮০ হাজার ৭৩১ পয়েন্টে খুলেছে। বর্তমানে BSE-এর বাজার মূলধন ৪৫৬.৬৮ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে, বিএসই-তে ৩১৮৬টি শেয়ারের লেনদেন হচ্ছে। যার মধ্যে ২১৬৭ টি শেয়ার বাড়ছে।