রাজ্য

NIA-Terrorist Release | দিল্লি বিস্ফোরণ আবহে বাংলার ডাক্তারি পড়ুয়াকে আটক করেও ছেড়ে দিলো NIA!

NIA-Terrorist Release | দিল্লি বিস্ফোরণ আবহে বাংলার ডাক্তারি পড়ুয়াকে আটক করেও ছেড়ে দিলো NIA!
Key Highlights

শনিবার শিলিগুড়ির এনআইএ দপ্তরে লাগাতার তাকে জিজ্ঞাসাবাদের পর ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি দিলেন তদন্তকারীরা।

দিল্লি বিস্ফোরণের পর থেকেই ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি পড়ুয়াদের নজরে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই পরিস্থিতিতে শনিবার সন্ধ্যা নাগাদ উত্তর দিনাজপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করে এনআইএ। জানা যায়, ধৃত যুবক জানিসুর ওরফে নিশার আলম আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি পড়ুয়া। কোনাল গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে এক আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়ে এসেছিল সে। শনিবার দিনভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ। যুবকের মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।