Toll Fee | সারা দেশে হাইওয়েতে গড়ে ৪-৫ শতাংশ টোল চার্জ বাড়ালো ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ!
Wednesday, April 2 2025, 12:03 pm

ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ গোটা ভারতের হাইওয়েতে গড়ে ৪ থেকে ৫ শতাংশ টোল চার্জ বাড়িয়েছে।
নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে বৃদ্ধি পেলো টোল চার্জ। ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ গোটা ভারতের হাইওয়েতে গড়ে ৪ থেকে ৫ শতাংশ টোল চার্জ বাড়িয়েছে। এই টোল চার্জের হার মূল্যস্ফীতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করার জন্য বার্ষিক ভিত্তিতে পরিবর্তিত হয়ে থাকে। এস পি সিং, ইন্ডিয়ান ফাউন্ডেশন অফ ট্রান্সপোর্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং (IFTRT) বলে, ১ থেকে ৩১ মার্চ, ২০২৫ এর মধ্যে WPI বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত টোল চার্জ বৃদ্ধি ট্রাকের ভাড়ার উপর কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।
- Related topics -
- দেশ
- ভারত
- টোল ট্যাক্স
- টোল প্লাজা
- অর্থনীতি
- অর্থনৈতিক
- জাতীয় সড়ক