Neymar Junior | ছেলেবেলার ক্লাবে ফিরেছেন নেইমার, সান্তোসে কেমন খেললেন প্রথম ম্যাচ?
Thursday, February 6 2025, 4:02 pm

আল হিলাল ছেড়ে সান্তোসে যোগ দেওয়ার পর প্রথম ম্যাচ খেললেন নেইমার।
চোট সরিয়ে ৪২৭৩ দিন পরে নিজের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার জুনিয়র। সৌদি লিগের ক্লাব আল হিলালে দেড় বছর কাটানোর পর ঘরে ফিরে এসে কিংবদন্তি ফুটবলার পেলের জার্সিতে খেলছেন তিনি। ৫ তারিখ পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোতাফোগোর বিরুদ্ধে নেমেছিল সান্তোস। নেমেছিলেন নেইমারও। এদিনকার ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন নেইমার। সঙ্গে সঙ্গে নিজের হাত থেকে ক্যাপ্টেনের আর্মব্যান্ড খুলে নেইমারকে পরিয়ে দেন তিকুইনহো সোরেস। তবে এদিনকার ম্যাচে সুযোগ পেলেও গোল করতে পারেননি নেইমার জুনিয়র।