Newtown | নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ-খুনে টোটোচালককে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করলো আদালত
Wednesday, August 27 2025, 3:03 pm
 Key Highlights
Key Highlightsনিউটাউনের টোটোচালক সৌমিত্র রায় ওরফে রাজকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল বারাসতের বিশেষ পকসো আদালত।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউটাউনে লোহাপুল খাল সংলগ্ন জঙ্গলে অষ্টম শ্রেণির নিখোঁজ এক ছাত্রীর মৃতদেহ মিলেছিল। জানা গিয়েছিল কিশোরীকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ টোটোচালক সৌমিত্র রায়কে হেফাজতে নেয়। এই ঘটনার ৬ মাস পেরিয়ে গিয়েছে। আজ, বুধবার নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন কাণ্ডে অভিযুক্ত টোটোচালক সৌমিত্র রায় ওরফে রাজকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল বারাসতের বিশেষ পকসো আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
-  Related topics - 
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- আদালত
- গণধর্ষণ
- ধর্ষণ
- খুন
- মৃত্যু

 
 