শহর কলকাতা

Newtown Book Fair । ধুমধাম করে শুরু হলো নিউটাউন বইমেলা, এই বছরের থিম 'রক্তকরবী'

Newtown Book Fair । ধুমধাম করে শুরু হলো নিউটাউন বইমেলা, এই বছরের থিম 'রক্তকরবী'
Key Highlights

ধুমধাম করে শুরু হয়ে গেল নিউটাউন বইমেলা। চলবে আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত।

বড়দিন পেরোতেই শুরু হলো নিউটাউন বইমেলা। এবছরে এই বইমেলা পদার্পণ করল ১১ বছরে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'রক্তকরবী'র ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এই বছরের বইমেলার থিম 'রক্তকরবী'। মেলা চলবে আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত। মেলায় বইয়ের পাশাপাশি খাবারের স্টল, সঙ্গে বাচ্চাদের জন্য কিছু রাইডও রয়েছে। মেলা উদ্যোক্তা জানালেন , ২০১৩ সালে এই বইমেলার উদ্বোধন হয়েছিল। ওই বছর থেকে নিয়ম মেনে চলছে মেলা। এ বছর মেলায় ইস্কনের স্টল খোলা হয়েছে, বিতরণ হচ্ছে খিচুড়ি।