ডিসেম্বরের শুরুতেই খুলতে পারে মাঝেরহাট ব্রিজ। দ্বিতীয় হুগলি সেতুর আদলে বসানো হচ্ছে কেবল।

Sunday, November 22 2020, 5:11 pm
highlightKey Highlights

নতুন বছরের আগেই খুলবে মাঝেরহাট ব্রিজ। আপাতত চলছে লোড টেস্ট, কেবল ফিক্সিং-এর কাজ। মাঝেরহাট ব্রিজের ২২৭ মিটার ঝুলন্ত অংশটিকেও বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। যাবতীয় পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হবে। সাড়ে ৬০০ মিটার লিঙ্ক গোটা ব্রিজের। পূর্ত দফতর সূত্রে খবর, রেলওয়ে সেফটি কমিশনের সবুজ সঙ্কেত মিললেই রাজ্যের সঙ্গে আলোচনার পর খুলে দেওয়া হবে ব্রিজ।দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে তৈরি হচ্ছে মাঝেরহাট ব্রিজ। বহন ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে আনা ৮৪টি বিশেষ কেবল। ইতিমধ্যেই শুরু হয়েছে কেবল ফিক্সিংয়ের কাজ। গাড়ি চলাচলের সময় কেবলে ৬ মিলিমিটারের কম সংকোচন-প্রসারণ হওয়ার কথা। সেই বিষয়টিও পরীক্ষা করে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File