২০২১ সালের জন্য নেটফ্লিক্স ঘোষণা করলো ৪১টি প্রজেক্ট

Thursday, March 4 2021, 7:40 am
২০২১ সালের জন্য নেটফ্লিক্স ঘোষণা করলো ৪১টি প্রজেক্ট
highlightKey Highlights

সিনেমা হল খুলে গেলেও বিনোদনের প্রধান মাধ্যম হিসেবে নিজের রাশ আলগা করতে চায় না কোনও ওটিটি সংস্থাই। বুধবার নেটফ্লিক্স ২০২১ সালের জন্য ৪১টি প্রজেক্টের ঘোষণা করেছে। তার মধ্যে যেমন নতুন সিরিজ় আছে, তেমনই ‘দিল্লি ক্রাইম’, ‘শি’, ‘জামতারা’, ‘মাসাবা মাসাবা’, ‘লিটল থিংস’-এর মতো সিরিজ়ের পরবর্তী পর্ব আছে। ওয়েব মুভির তালিকাও বেশ লম্বা। কপিল শর্মা এখানে নিয়ে আসবেন তাঁর ওয়েব শো। কর্ণ জোহরের সঙ্গে নেটফ্লিক্সের বড় চুক্তি হয়েছে। তিনি নতুন পাঁচটি শো ঘোষণা করেছেন এ দিন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File